সিদ্দাতুল আরেফিন সিজান এর কবিতা পোড়াদেহ

পোড়াদেহ

সিদ্দাতুল আরেফিন সিজান

মরিলেই পোড়াতে হবে এমন কোনো কথা নাই,
চোখের নিচের কালো দাগও পোড়ানোর আভাস দেয়।

এ গ্রাম, শহর, নগরীতে কি পুড়িছে না?
সবই স্পষ্ট,স্বচ্ছ, শুধু মন পুড়ারই দাগ রহে না।

প্রতি রাতে, বিমর্ষ চিত্তে, কতবার এ মন পুড়ে জানো মা,
ছোটবেলায় পুড়িবার ভয়ে রান্নাঘরে প্রবেশ ছিলো মানা।

এ জ্বলন, ধোয়া,শব্দ যদি একটাবার শুনিতে
বাহির জগৎ? আমাকে কাচের বোতলে বন্দি রাখিতে।

বিষাদ বেদনায় ভিতরে ভিতরে পুড়িছে কত মানুষ
যদি এমন হতো অন্তর পুড়ায় ধোয়ায় উড়িতো ফানুস

পোড়াদেহ থেকে আবারও নতুন আবেগের ঘ্রাণ আসে
দ্বিতীয় সূচনায় আবারও সেই মানুষটাকেই মানুষ ভালোবাসে।