সিদ্দাতুল আরেফিন সিজান এর কবিতা- গোধূলি

গোধূলি

সিদ্দাতুল আরেফিন সিজান

আজ এই গোধূলিতে অংশুমালীর পানে চেয়ে
মরে যাওয়া কত শত আবেগগুলোকে ছুঁয়ে,
বিরহে পোড়া মনকে শক্তি দেও সহার
আপত্তি নেই তোমার বিপত্তি হতে আবার।

ওই রবিকেই স্বয়ংদ্রষ্টা করে, কোনো এক ভরদুপুরে
রবীন্দ্র নৃত্যে মেতেছিলে তুমি দেখেছিনু ঘুম বিভোরে।
দেবী দূর্গার সিঁদুরের ন্যায় লাল রঙের আলতায়,
থমকে গিয়েছিলো অন্তরিন্দ্রিয় সেই মুগ্ধতায়।

অবকাশ বাসে হৃদয়ে জাগে যত অতৃপ্ত অনুভূতি
বহুকাল হয়েছে গত উঠেছে বিশ্বাস ভালোবাসার প্রতি।
বেলা শেষ,আলো শেষ,কথা শেষ,নেমেছে অন্ধকার
ঝিঝির ডাক?না,এ হয়তো জীবিত লাশের চিৎকার।