সিদ্দাতুল আরেফিন সিজান এর কবিতা “অঞ্জলি”

অঞ্জলি

সিদ্দাতুল আরেফিন সিজান

বলেছিলে তুমি মনের মন্দিরে অঞ্জলি দেবে অদ্য
সঁপেছিলাম যত ফুল-বেলপাতার নৈবদ্য।
বাঁধিয়া রাখিবার জিনিস যে ইহা নহে,
সুতা কাটিবার স্বভাব যাহার,তাহারই তো সহে।

পঞ্চমীতে বাঁধিয়া মোরে ষষ্ঠীতে দিলা ছাড়ি
কি বলিব? জাতের দোহায়, এ যে মহীয়সী নারী।
পড়ে গিয়েছে অষ্টমী, পঞ্জিকা বলে সন্ধীপূজা,
ষষ্ঠীতেই যে হয়ে গিয়েছে দশমীর বিসর্জনের সাজা।

রথে চড়িয়া স্বপ্নের তিথি যেন ফুরায়ে আসে
শিউলি মোড়ানো খোপার গন্ধ এখনও বাতাসে ভাসে।
আজ অকৃতজ্ঞ,নির্লজ্জ,বেহায়া, এক সারথি আমি।
প্রতিজ্ঞা? নতুন পরিবেশে ঠিকই প্রতিস্থাপিত তুমি।