সাভারের জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

সাভার-আশুলিয়া প্রতিনিধিঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তাদের সম্মানে সালাম প্রান করেন ও সেনাবাহিনীর চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

শনিবার (২৬ জুন) সকাল ১০.৫০ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করে ১১ টার দিকে তিনি স্মৃতিসৌধের মূল বেদিতে ফুর দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে ১১ টা ১০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিকে পুষ্পস্তবক অর্পনের জন্য চলে যান।