সাতক্ষীরায় মুজিববর্ষ উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

খান নাজমুল হুসাইন সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। সোমবার, সকাল ১১ টায় সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক দেবাশিস সরদার। তিনি বিজয়ী প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করেন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সদস্য সচিব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার প্রমুখ। উল্লেখ্য, মুজিব বর্ষ ২০২০ উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনীর উপর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় উক্ত স্কুলের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রুমা রানী বরকন্দাজ।