সাতক্ষীরায় অল্প সময়ে সঠিক বিচার প্রদানে গ্রাম আদালতের ভূমিকা প্রশংসনীয় জেলা প্রশাসক মোস্তফা কামাল

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরাঃ সাতক্ষীরায় গ্রাম আদালত ও নারীবান্ধব গ্রাম আদালত সম্পর্কে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (২ য় পর্যায়ে) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায়, গতকাল সকাল দশটায় সাতক্ষীরা সার্কিট হাউসে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ভারপ্রাপ্ত মোঃ তনজিল্লুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল  বলেন, গ্রাম আদালত সরকারের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সরকার মামলার জট কমানোর লক্ষ্যে গ্রাম আদালত শক্তিশালী করেছেন। গ্রাম আদালত হতে মানুষ খুব সহজে তার প্রতিকার পেতে পারেন। তিনি আরো বলন,অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার প্রদনে গ্রাম আদালতের ভুমিকা প্রশংসনীয়।তবে উভয় পক্ষের মীমাংসার মনের পাশাপাশি চেয়ারম্যানদের নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। নারীদের বিচারের ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিতে হবে। চেয়ারম্যানদের দলমতের উর্ধ্বে থেকে সকল বিচার সম্পন্ন করতে হবে।তবে গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা বাড়বে। গ্রাম আদালত কে আরও শক্তিশালী করা হবে। এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার মুর্শিদা খাতুন, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য,সুবিধাভোগীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাম আদালত (২ য় পর্যায়ের) প্রকল্পের ফেসিলিটেটর এস এম রাজু জাবেদ।