সাগর মোহনা থেকে ইলিশের ঝাঁক নিয়ে ফিরছেন জেলেরা

টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে শনিবার (২৩ জুলাই) মধ্যরাতে। তখন থেকেই সাগরে যাত্রা শুরু করেছেন বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের জেলেরা। প্রথম দিনেই সাগর মোহনা থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ঘাটে ফিরতে শুরু করেছে ট্রলারগুলো। এতে হাসি ফুটেছে জেলেদের মুখে।

তবে নিষেধাজ্ঞার আগেই বহু ট্রলার নিয়ে সাগরে গিয়েছেন প্রবাভশালী জেলেরা। তারাও মাছ ধরে আজ ফিরতে শুরু করেছেন বলে অভিযোগ জেলেদের।

পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, নিষেধাজ্ঞা শেষে ইলিশসহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ নিয়ে পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে পৌঁছেছে ৩০ থেকে ৩৫টি মাছ ধরার ট্রলার। শ্রমিকরাও ট্রলার থেকে মাছ নামানোয় ব্যস্ত সময় পার করছেন। আশানুরূপ মাছ পাওয়ায় হাসি ফুটেছে জেলে ও ট্রলার-মালিকদের মুখে।

পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের জেলেরা জানান, ৬৫ দিন নিষেধাজ্ঞা থাকায় সাগরে যেতে পারেনি তারা। অভাব-অনটনের মধ্যে দিয়ে কোনোভাবে স্ত্রী-সন্তান নিয়ে সরকারের দেওয়া ৮৬ কেজি চাল দিয়ে জীবন চালিয়েছেন। নিষেধাজ্ঞা শেষে সাগরে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন তারা। এ বছর তারা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ইলিশ পাবেন এবং পরিবারের অভাব গুছবেন বলে আশা করছেন।

আবদুস ছত্তার, মতলেব মীর, সোবাহানসহ আরও কয়েকজন জেলে বলেন, নিষেধাজ্ঞা শেষে আমরা রাতেই সাগর মোহনায় জাল ফেলি। যে মাছ পেয়েছি, তাতে আমরা খুশি। সকাল সকাল এসে বাজার ধরেছি। তাই দামও ভালো পেয়েছি।

রশিদ খান, কবির হোসেন, আলতাফসহ কয়েকজন জেলে অভিযোগ করে বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই বহু ট্রলার সাগরে গিয়েছে। তারাও আজ ফিরেছে। তারা আমাদের আগে গিয়ে জাল ফেলেছে। আমরা নিষেধাজ্ঞা অমান্য করিনি। আল্লাহ আমাদের নিরাশ করবেন না।