সরকারি খাস জমিতে অবৈধ ঘরবাড়ী স্থাপনা উচ্ছেদ অভিযান

মানসুরা আক্তার, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের কাশিমপুরে সরকারি জমি দখল করে ঘরবাড়ী নির্মাণে উচ্ছেদ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজ সোমবার কাশিমপুরের ১নং ওয়ার্ডে মাধবপুর বরিশালের টেক নতুন ১ টি টিনসেট ঘরবাড়ী নির্মাণ করছিলেন এমন সংবাদ পেয়ে অভিযানে পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান যুথ্যী।

সরজমিন গিয়ে শোনা জানা যায়, বেশ কিছুদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের ক্ষমতা লোকের মাধ্যমে (১) বিল্লাল (২) ইসমাইল, (৩) রফিকুল, (৪) রশিদ, (৫) নাসির, ও আফজাল হোসেন, আব্বাস কাউন্সিলর এর ভাই,এবং মূল হোতা এর চাচা সরকারি ১ নং খাস জমিন ছাত্রছায়া বিক্রি চলছে কাশিমপুরের ১নং ওয়ার্ড মাধবপুর বরিশালের টেক বিভিন্ন দালান কোটা বসবাস করে আসছিল এদের মাধ্যমে সরকারি জমিনের দখল এর তথ্য খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাশিমপুর থানা ভূমি অফিসার আব্দুল লতিফ সহ ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা মোঃ আরজু মিয়া, মোস্তফা কামাল হোসেন, ঘটনাস্থলে গিয়ে তৈরি করা বিভিন্ন মেরামতকৃত সামগ্রী ভেঙে ফেলেন।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান যুথ্যী জানান, সরকারি দখলকৃত জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।