সভ্যতার যুগে অসভ্য আমি

এফ.সি মোঃ আহসান হাবীব (জেসান)

সভ্যতার জগৎ জুড়ে
আমি এক অসভ্য প্রাণী
গতিবিধি আচরণে
অন্য জাতির হয় মান হানি৷

তবুও লজ্জা পায় না মানব
যা দেখে হেঁসে দেয় দানব
কেন এই পরিনতি
যত দিন যায় বাড়ে শুধু অবনতি৷

চারপাশে ভ্যাপসা গন্ধ
পরিবেশকে করেছে অন্ধ
চায় না কেউ জ্বালাতে আলো
কি করে হবে জগৎ ভাল?

জগৎ এর চোর ডাকাত গুলি
এখন হয়েছে সাধু
সকলেই প্রতিযোগিতায় শিখছে মন্ত্র
করছে যাদু৷

দুষ্টুরা রক্ত নগরীতে বসে
শুরু করছে শিষ্টের বিচার
অদম্য গতিতে চলছে অনাচার
এতে ভাবনা নেই কাহার৷

তবুও লজ্জা পায় না মানব
যা দেখে হেঁসে দেয় দানব
সভ্যতার জগৎ জুড়ে আমি
এক অসভ্য প্রাণী৷