শৈলকুপায় অতিরিক্ত দামে লবণ বিক্রি, বাজারে নেমেছে ভ্রাম্যমান আদালত, ব্যবসায়ীদের জরিমানা

এম হাসান মুসা, শৈলকুপা( ঝিনাইদহ) থেকে: লবণের দাম বেড়েছে এমন গুজব ছড়িয়ে পড়েছে ঝিনাইদহের শৈলকুপাতে । আর এই গুজবে ক্রেতারা হুমড়ি খেড়ে পড়ছে লবণের দোকান- বাজারে। আর সুযোগ বুঝে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে লবণ বিক্রি করছে। প্যাকেট প্রতি ২টাকা কোথায় ১০ টাকা বেড়ে গেছে লবণের দাম। এমন পরিস্থিতিতে গুজব ঠেকাতে আর মুনাফালোভী ব্যবসায়ীদের নিয়ন্ত্রনে বাজারে নেমেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত দামে লবণ বিক্রির প্রমাণ পাওয়ায় করছে জরিমানা। হঠাৎ করে মঙ্গলবার বিকাল থেকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাজার গুলোতে লবণের দাম বেড়েছে এমন গুজব ছড়িয়ে পড়েছে। গুজবে কান দিয়ে ক্রেতারা ভিড় করছে লবণের দোকান ও বাজারে। সুযোগ বুঝে মুনাফালোভী ব্যবসায়ীরা প্যাকেট লবণ ২ থেকে ১০ টাকা এবং বস্তা প্রতি ১শ থেকে ২শ টাকা পর্যন্ত লবণের দাম বাড়িয়ে দিয়েছে।

এমন কি শৈলকুপার বাজারে মোটা লবণ যা গরুর খাবারে ব্যবহার করা হয় সেই লবণের দামও বস্তা প্রতি ২শ থেকে ৪শ/৫শ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বাজারে নেমেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাজারের অঞ্জন সাহা স্টোর ও মোল্লা স্টোরের মালিক কে অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে ১১ হাজার টাকা জরিমানা করেছে-এদিকে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস বাজার মনিটর করতে নেমেছেন । তিনি বলছেন প্রচুর অভিযোগ আসছে অতিরিক্ত দামে লবণ বিক্রির। তবে সরকার বা বানিজ্য মন্ত্রনালয় লবণের মুল্য বৃদ্ধি করেনি। মুনাফালোভী কিছু ব্যবসায়ী বাজার মুল্যের চেয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রি করছে এমন সত্যতা মিলেছে। তাদের জরিমানা করা হয়েছে বলে জানান।