শিক্ষার্থীদেরকে ছুটির সময় বাসায় থাকা নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ করোনার প্রাদুর্ভাবের কারণে আরেক দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বেড়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। ছুটি চলাকালীন সময়ে শিক্ষার্থীদেরকে নিজ নিজ বাসায় অবস্থান নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন সরকার।

আজকে রবিবার (১৪ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশনা প্রদান করেছেন। একইসাথে শিক্ষা মন্ত্রণালয়ও এই নির্দেশনা দিয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, কোভিড-১৯ এর সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটি চলাকালীন এই সময়ে নিজেদের এবং অন্যদের কারোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য শিক্ষার্থীদেরকে নিজ নিজ বাসায় অবস্থান করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুই মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী শিক্ষার্থীদেরকে ছুটি চলাকালীন সময়ে বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করেন এবং নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করেন – সেই বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকের মাধ্যমে স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নিশ্চিত করবেন।

দুই মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসন মেনে চলা আবশ্যক।