রায়পুরে তাপস সরদার প্রকাশ্যে বিক্রি করছেন প্রাণঘাতী স্পিরিট মেশানো বাংলা মদ

নিজেস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার রায়পুর ইউনিয়নের সরদারপাড়া বিমল সরদারের ছেলে 
তাপস সরদার প্রকাশ্যে বাংলা মদের ব্যবসা করছেন।
অনুসন্ধানে জানা যায়, তাপস সরদার বাংলা মদ কিনে, সেই মদের সাথে প্রাণঘাতি স্প্রিট মিশিয়ে নিয়মিত বিক্রি করছেন। 

ক্ষতিকর প্রাণঘাতি সস্তার বাংলা মদ ব্যবসায়ী তাপস সরদারের বাড়িতে মদ মজুদ থাকা কালীন স্থানীয় পুলিশ ফাড়ি রায়পুর পুলিশ ক্যাম্পের টু-আইসি হাবিবকে ফোন করে অবহিত করা হলেও তিনি তা আমলে নেননি, বিষয়টি বিভিন্ন কৌশলে বার বার এড়িয়ে যান।

ইতিপূর্বে স্প্রিট মেশানো বাংলা মদ পানে একাধিক ব্যাক্তি মৃত্যুর কোলে ঢুলে পড়েছে। এই তাপস সরদারের কারনে রায়পুর ইউনিয়নের যুবসমাজ ধ্বংসের পথে,প্রতিনিয়ত তাপস সরদারের এই সস্তার বাংলা মদ পান করে নেশায় বুদ হয়ে থাকছে স্থানীয় অনেকেই। তাপস সরদারের এই বাংলা মদের ব্যবসা অপ্রতিরোধ্য কিভাবে, তাপস সরদারের ক্ষমতার উৎস জানতে চাই জনগণ। 
সাংবাদিকদের অনুসন্ধানে জানা গেছে ঈদকে সামনে বড়ো ধরনের বাংলা মদের মজুদ করেছেন তাপস সরদার। 

রায়পুর ইউনিয়নের স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন আজ পর্যন্ত দেখলাম না, কখনো তাপসকে কেউ কিছু করতে পারলো,আমরা আমাদের এলাকা মাদক মুক্ত চাই।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার ও জীবন নগর থানার অফিসার্স ইনচার্জ এর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ, অনতিবিলম্বে এই মাদক ব্যাবসায়ী তাপস সরদারকে গ্রেফতার করে অত্র এলাকা মাদক মুক্ত করার দাবি অত্র রায়পুর ইউনিয়নের জনগণের।।