রানীশংকৈলে কষ্টি পাথর সদৃশ্য মুর্তি উদ্ধার

রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোড় পার্বতীপুর
(সাম্নাডাঙ্গী) গ্রামে কষ্টি পাথর সদৃশ্য মুর্তিটি পাওয়া গেছে।

২৩ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ টায় পুকুরে কষ্টি পাথর সদৃশ্য মুর্তিটি পাওয়া যায় যার ওজন ৪ কেজি ২ শত গ্রাম।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়- সকাল ১১ টায় পুকুরে জেলেরা জাল দিয়ে মাছ ধরার সময় কষ্টি পাথর সদৃশ্য মুর্তিটি পায় এবং পুকুর মালিক মমতাজকে অবহিত করলে পুকুরের মালিক থানায় খবর দিলে থানা কর্তপক্ষ দুপুর ১ টায় সরেজমিনে গিয়ে মুর্তিটি থানায় নিয়ে আসেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মুর্তিটি থানায় আছে। পরে জেলা প্রশাসকের কাছে আবেদন করে কষ্টি পাথর সদৃশ্য মুর্তিটি হস্তান্তর করা হবে।