রাঙ্গাবালীর তরমুজ বিক্রি করে কাঙ্খিত দাম পাচ্ছেনা চাষীরা

মোঃ হানিফ মিয়া, পটুয়াখালী প্রতিনিধি :
আবহাওয়া অনুকুলে থাকায় পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার কিছু এলাকায় ভালো ফলন হয়েছে তরমুজের। বাজারে কেজি দরে বিক্রি হলেও পাইকারের কাছে পিস হিসেবে বিক্রি করে কাঙ্খিত দাম পাচ্ছেনা চাষীরা। তাই অসন্তোষ চাষী ও ক্রেতাদের। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে রসালো ফল তরমুজ। তাই দেখে স্বপ্নের জাল বোনে কৃষক। ভালো দাম পাওয়ার আশায় চৈত্রের কাঠফাটা রোদ উপেক্ষা করে মাঠে ফলের পরিচর্যা করছেন চাষীরা। কিন্তু পাইকারদের কাছথেকে পাচ্ছেননা এর ন্যায্যমূল্য।

লাল টুকটুকে সুমিষ্টি এ ফল খেলে গরমে প্রশান্তি মেলে। রমজানের কারনে চাহিদা বেড়ে যাওয়ায় বাজার সয়লাব তরমুজে। কিন্তু কেজি দরে বিক্রি হওয়ায় এ ফল নিম্ম-মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে। গত ২০২২ ও ২০২৩ অর্থ বছরের চেয়ে এবছর তরমুজ ভাল হয়েছে।

মোঃ আসাদুজ্জামান উপজেলা কৃষি অফিসার রাঙ্গাবালী পটুয়াখালী বলেন

চলতি বছর রাঙ্গাবালীতে ৫ হাজার ৬০০ শত হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। যাহার মূল্য হাজার হাজার কোটি টাকা। আশাকরা হচ্ছে ৪ লক্ষ মেঃটন তরমুজ উৎপাদিত হবে। দক্ষিনাঞ্চলে তরমুজ চাষে প্রসার হলে অর্থনীতি সমৃদ্ধ হবে।