ময়মনসিংহ শিক্ষা র্বোডের প্রথম জেএসসি পরীক্ষার ফল প্রকাশ

ময়মনসিংহ থেকে মোহাম্মদ হজরত আলী: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে প্রথম জেএসসি পরীক্ষা-২০১৯ ফল প্রকাশিত হয়েছে। এই শিক্ষা র্বোডের অধীনের মোট ১হাজার ৪৮৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১লাখ ৬৫হাজার ৩৩ জন জেএসসি পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৬১ হাজার ৩৫৯ জন। ছেলে ৮০ হাজার ১০ জন ও মেয়ে ৮১ হাজার ৩৪৯ জন। বোর্ডের পাশের হার ৮৭ দশমিক ২১ ভাগ। এই শিক্ষা বোর্ডের অধীনের জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী । মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৯৯ জন ও ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০৪ জন। মেয়ের পাশের হার ৮৭ দশমিক ৯২ ভাগ ও ছেলেরা ৮৬ দশমিক ৪৮ ভাগ। জিপিএ-৫ প্রাপ্তির হার দুই দশমিক ৪২ শতাংশ। এ্ বোর্ডের অধীনে ৪ টি জেলার মধ্যে সর্বোচ্চ পাশের হার শেরপুর জেলার পাশের ৯০দশমিক ০৫ ভাগ। এরপরে জামালপুর জেলা ৮৯ দশমিক ৫২ ভাগ। ময়মনসংিহ জেলা ৮৫ দশমিক ৮৪ ভাগ। সর্বশেষ পাশের হার নেত্রকোনা জেলা ৮৪ দশমিক ৭১ ভাগ। বোর্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। প্রতিষ্ঠানটি হচ্ছে নেত্রকোনার প্রাইম ইন্টারন্যাশনাল স্কুল। এই প্রতিষ্ঠানের ৩জন শিক্ষার্থী অংশ নেয় ৩জনেই ফেল করেছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বোর্ডের ফলাফল ঘোষনা করেন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব প্রফেসর কিরিট কুমার দত্ত, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শামসুল ইসলাম, কলেজ পরির্দশক মোঃ হাবিবুর রহমান, উপ-সচিব (আইন) মোঃ মশিউল আলম, উপ-সচিব (প্রশাসন ও সংস্থাপন) মোঃ মনিরুজ্জামান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহসীনা বেগম, ও ইঞ্জিনিয়ার শেখ নিয়ামুল কবীর। উল্লেখ্য আজ থেকে ৭ দিন পর্যন্ত মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে উত্তরপত্র পুনঃ নিরীক্ষনের জন্য আবেদন করতে পারবেন। এদিকে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে। পাশের হার শতভাগ। ৩০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ১৯৫ জন জিপিএ পেয়েছে। বিদ্যাময়ী স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ভাল ফলাফলের জন্য শিক্ষক/ শিক্ষার্থী ও অভিভাবকদের অবদান রয়েছে। আশাকরি আগামীতে আরো ভাল করবে।