মোঃ রাহাত শেখ এর বিদ্রোহী কবিতা খিদে”-

 

খিদে”
মোঃ রাহাত শেখ 
জল ফুটছে অনন্তকাল
ভাত ফুটছে না!
চাল নেই মা হাঁড়ির তলায়
আজ ও কি খাবো না?
কাঁদতে কাঁদতে বাচ্চাঁ  ঘুমায়
খিদে ঘুমায় না,
চোঁখের জলে বুক ভেসেঁ যায়

হায়রে অভাগী মা।

 

এটোঁ খাবার, ইঁদুর মরা
তাও তো জোটে না
পান্তা ফুরোয় অনেক আগে
নুন আর  আসে না।
খিদেই মোদের ভাবনা শুধু
রোগের কথা মোটেও ভাবি না,
রোগ তো একদিন চলে যাবে
খিদে যাবে না।
ভাতের তরে ঘাম বেচেঁছি
মান বেচেঁছি সব,
বেচঁতে বেচঁতে নেই কিছু আর
ফুরায়নি অভাবের কলরব।
শুনেছি ভাষণ, মানছি ভাষণ
ভাত দেয়না কেউ
ভোট তরে সংখ্যা মোরা
ভোট ফুরালে ঘেউ।

 

জোচ্চুরিতে তোরাই জিতিস
আমরা কুপোকাত
পিছতে পিছতে একদিন মোরা
দেওয়াল খুঁজে পাবোই,

 

সেইদিন জানিস শেষ সকাল
ছিড়েঁ তোদের খাবোই।