মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানান আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ পালন

আফজাল হোসেন, সিরাজদিখান উপজেলা প্রতিনিধিঃ নানান আয়োজনের মাধ্যমে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে রবিবার দিনব্যাপি সিরাজদিখানে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় র‍্যালি এবং সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবকের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় । এর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন,উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা পরিষদ, উপজেলা পরিষদ,সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন সিরাজদিখানের বিভন্ন সংগঠন নানান পেশার মানুষ । সকাল ১১ টায় ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অডিটোরিয়ামে আলোচনাসভা, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । বিকাল ৪ টায় সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জালালউদ্দিনের সভাপতিত্বে,কেককাটার মধ্য দিয়ে ৭ ই মার্চ উদযাপন করে ।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম,সহকারী কমিশনার (ভুমি) আহমেদ সাব্বির সাজ্জাদ,সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান-সার্কেল) রাজিবুল ইসলাম,

সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ আবুবকর সিদ্দিক।ইকবাল হোসেন চোকদার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ,ভাইস চেয়ারমেন মইনুল হাসান নাহিদ,মহিলা ভাইস চেয়ারম্যান এড.সোহানা তাহমিনা, সিরাজ দিখান উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন ইউনিয়ন এর সভাপতি ও সাধারণ সম্পাদক গন বিভিন্ন নেতাকর্মী বৃন্দ।

আরো উপস্থিত ছিলেন মৎস্য জীবী লীগ সভাপতি আফজাল হোসাইন, তাতী লীগের সভাপতি রাসেল শেখ।