মুক্তাগাছায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ময়মনসিংহ থেকে মোহাম্মদ হজরত আলীঃ বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৪শ’ মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়। তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। এ সময় ইউএনও সুবর্ণা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ,সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট বদর উদ্দিন আহমেদ,থানার ওসি আলী মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম প্রমূখ। এ সময় মুক্তিযোদ্ধাদের মাঝে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করছে। আর সে সাথে ওই সময়ের রাজাকারদেরও তালিকা প্রকাশ করছে সরকার। রাজাকার পরিবারের কোনো সদস্যকে সরকারের কোনো লাভজনক পদে রাখা হবে না। তিনি আরও বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য সব কিছু করছে। তাদের সম্মাননা বাড়ানো হয়েছে। তাদের নামে সড়কের নাম করণও করা হচ্ছে।

এর আগে প্রতিমন্ত্রী মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু চত্বরের উদ্বোধন করেন । এসময় কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস আলী ও অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।