মির্জাপুরে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গেলে দেওয়া হচ্ছে বাঁধাসহ মিথ্যে: মামলা

সবুজ রানা মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ঢাকা-টাংগাইল মহাসড়কের ধেরুয়া নামক মৌজায় চাচাতো ভাইয়ের কাছ থেকে জমি ক্রয় করে ঘর নির্মাণ করার সময় বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রয়কৃত জমির মালিক গণ। সরেজমিনে গিয়ে জমি ক্রয়কৃত মালিকের সাথে কথা হলে তিনি বলেন, আমি আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে আমি আমার ছেলে মেয়ের নামে জমি দলিল মুলে ক্রয় করি। জমির দলিল হওয়ার পর খাজনা ও খারিজ করেছি। তার কিছুদিন পরে আমি একটি ছাপড়া ঘর নির্মাণ করি এবং বাকী জায়গা পতিত রাখি। বাকী জায়গায় (আমার জমিতে) ঘর নির্মাণ করার জন্য ইট, বালু, রড, সিমেন্ট, নিয়ে আসি এমন সময় আমার নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মিথ্যে ও হয়রানি মুলক মামলার সঠিক ভাবে তদন্ত করে সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন ভোক্ত ভোগীরা।

এ বিষয়ে,পাশের জমির মালিক মো.হায়দার আলী বলেন, এই জমি তার চাচাতো ভাই ও চাচাতো বোনের কাছ থেকে সাড়ে দশ(১০.০৫)শতাংশ জমি ক্রয় করেন সাখাওয়াত হোসেন।প্রায় আট থেকে দশ বছর আগে তার জমিতে ঘর নির্মাণ করতে গেলে তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মিথ্যে ও হয়রানি মূলক মামলা বন্ধ করে দিয়ে সঠিক বিচারের দাবি জানান।