মিতা পোদ্দার’র কবিতা সচেতনতা

সচেতনতা

মিতা পোদ্দার

ঘরে বাইরে সবদিকেই
ওমিক্রনের কথা,
বিশ্ব এখন হাহাকার
চাই শুধুই সচেতনতা।
কে শোনে কার কথা
নেই কারো মাথা ব্যথা,
চলছে সবাই নিজের মতো
সচেতন হতে বলবো কতো?
আক্রান্তের হার তোড়জোড়ে
মৃত্যু থাকছে তার সাথে,
তবুও মানুষ বেহুশ হয়ে
অসচেতনতায় হাঁটছে পথে।
শোন রে ভাই শোন সবে
প্রান বাঁচাও সবার আগে,
এনোনা বিপদ হাতে ধরে,
তোমার আমার সুরক্ষা
শুধুমাত্র সচেতনতায় পারে।
টাকা, পয়সা লাগেনা রে ভাই
একটু সচেতন হও,
প্রয়োজন না হলে প্লীজ
ঘরেই বসে রও।
নাকে মুখে হাত দেওয়া
এখন রাখো বন্ধ,
সচেতনতার গান ধরি
মিলাই চলো ছন্দ।
করোনা ঠেকাতে তোমার আমার
সচেতনতায় সম্বল,
ঔষধ নয় পরিচ্ছন্নতায়
একমাত্র অবলম্বন।