মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গার আয়োজনে বিশ্ব ভালোবাসা দিবসে এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন ও ফুল বিতরণ।

মোঃ আব্দুল্লাহ হক: বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে মানবিক ফাউন্ডেশন ও প্রিয় শহর চুয়াডাঙ্গা সংস্থা ও ফেসবুক গ্রুপ। গতকাল বুধবার সকালে দামুড়হুদা উপজেলার ব্রিজমোরে অবস্থিত বাইতুন নূর কমপ্লেক্স, তাপসী রাবিয়া (র:) এতিমখানা ও লিল্লাহ বোডিং এ
শতাধিক এতিম ছাত্রছাত্রীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও গোলাম ফুল প্রদান করে, মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গার প্রধান পরিচালক যুবরাজ খান রিমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গার অর্থ সম্পাদীকা মৌটুসী আক্তার মৌ, এসময় তিনি বলেন মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গার প্রধান পরিচালক যুবরাজ খান রিমন বলেন প্রতিবারের ধারাবাহিকতায় এবারও আমরা এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন ও গোলাম ফুল বিতরণ করেছি, আমরা ভালোবাসা দিবসে শুধু এতিমদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে চাই, শুধু ১৪ ফ্রেব্রুয়ারিই নয় প্রতিদিন প্রতিনিয়ত মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিয়ে এতিম দুস্থ ও পথ শিশুদের পাশে থাকতে চাই। এসময় প্রধান অতিথি মৌটুসী আক্তার মৌ বলেন মানবসেবায় আমরা চুয়াডাঙ্গার মানুষের সাথে আছি ও আগামীতে থাকবো, আমাদের স্বেচ্ছাসেবকরা তাদের স্কুল কলেজের খরচ বাঁচিয়ে এই অর্থ মানবিক কার্যক্রমে ব্যায় করে, মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গার মাধ্যমে আরো মানবিক কর্মকান্ড অবদান রাখতে চাই।
এসময় আরো উপস্থিত ছিলেন মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গার শাহিন আলম, ফাবিহা ফারজানা , রাকিব, তৌফিক, সিফাত,অমিত, বৃষ্টি, নয়না, হুসাইন, ছাব্বির, ফাতেমা,মামুন, সজিব শাহিন,নুসরাত ফাতেমা ,বন্নি,বোরহান , সূরাইয়া সিমা, মাদ্রাসার পরিচালক আব্দুস ছাত্তার শিমুল , দ্যা ডেইলি পোষ্টের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আব্দুল্লাহ হক সহ মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গার কমিটির বিভিন্ন ইউনিটের সদস্য ও গ্রুপ এডমিন মডারেটররা।