মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মো: নাঈম মিয়া, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাশেদউল্লাহ খানকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা এলাকা হতে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

মঙ্গলবার সকালে ০৯.৪০ ঘটিকায়  র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের  স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ আক্কাছ আলী তার লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাশেদউল্লাহ খান, পিতা-মৃত হাবিব উল্লাহ খান, গ্রাম-দেবগ্রাম(পূর্বপাড়া), থানা-আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া থানার রেলষ্টেশন এলাকায় দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে আছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ১০/০১/২০২১ ইং ২১.৫০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামী রাশেদউল্লাহ খানকে গ্রেফতার করেন।

উল্লেখ্য যে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া থানার মামলা নং-১৬ জিআর ১০৫/১৭, তারিখ ১৫/০৪/২০১৭ ইং, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৩(ক) এর আওতায় দোষী সাব্য¯’ করতঃ ০২ (দুই) বৎসর সশ্রম কারাদন্ড এবং ১০০০/-(এক হাজার) টাকা অর্থ দন্ড অনাদায়ে ০১(এক) মাস  বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

উক্ত গ্রেফতারকৃত আসামীকে গ্রেফতারী সাজা ওয়ারেন্ট মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় হস্তান্তর  করা হয়েছে।