মহেশপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ রোববার সকালে মহেশপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী,মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীলের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চ ল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনামসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে গড়ে তোলার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন বেগম ফজিলাতুন্নেছা। তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলেচানা করেন প্রধান অতিথি। আলোচনা শেষে ৬ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ করা হয়।