মধুপুরে লকডাউন অমান্য করায় ৭ জনকে জরিমানা

সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় টাঙ্গাইলের মধুপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মধুপুরের কাঁচাবাজার সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ করিম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাঁচাবাজারের হাট-বাজার, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী

এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং অহেতুক বাইরে ঘুরাফেরা করায়, মাস্ক পরিধান না করায়, দোকানপাট খোলা রাখায় ৭ ব্যক্তিকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। 

মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ করিম বলেন, সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস অব্যাহত রয়েছে। করোনার সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।