মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারসহ করোনা সামগ্রী দিলেন আব্দুর রহমান

সুজল খাঁন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
বৈশ্বিক করোনা মহামারী ভাইরাস মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় নিজ নির্বাচনী এলাকার মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান। ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারসহ করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন সাবেক এই সংসদ সদস্য।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঃ সালামের হাতে ৪টি অক্সিজেন সিলিন্ডার, ১০ হাজার মাস্ক, ২০০ হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা সামগ্রী তুলে দেওয়া হয়। আব্দুর রহমানের পক্ষে এসব সামগ্রী তুলে দেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

এর আগে এসব সামগ্রী নিয়ে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় মানুষের পাশে ছিল এখনও আছে ভবিষতেও থাকবে। করোনা ভাইরাস থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের ঝুঁকিমুক্ত রাখতে সবাইকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের সময় পাশে ছিলেন, পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আলিউজ্জামান খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, শ্রমবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম পাঁচু, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো. ছাদেকুর রহমান, সহ-দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা মুরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন মোল্লা, সাধারণ সম্পাদক ইনজামামুল আলম অনিক, সহসভাপতি নাঈমুল হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি পাপ্পু মিয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।