বেরীবাইদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চলেশ রিছিলের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের মধুপুরের পাহাড়িয়া অঞ্চলে আদিবাসী গারোদের আপোষহীন নেতা চলেশ রিছিলের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মধুপুর উপজেলার ৩ নং বেরীবাইদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান জুলহাস উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা চলেশ রিছিলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন বলেন, চলেশ রিছিল ছিলেন গারো সম্প্রদায়ের অগ্রপথিক। চলেশে অন্যায়ের বিরুদ্ধে বরাবরই আপোষহীন ছিলেন। অধিকারবঞ্চিত, সুবিধাবঞ্চিত মানুষের দাবি আদায়ে চলেশের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

উল্লেখ্য যে, ২০০৭ সালের ১৮ই মার্চ অকালে প্রাণ দিয়েছিলেন গারোদের এই নেতা। গারোদের অনেকেই মনে করেন, চলেশ রিছিল জীবিত থাকলে গারো সম্প্রদায়ের অধিকার আদায়ে তিনি অগ্রনী ভূমিকা পালন করতেন। তাঁরা সব সময় তাঁর অভাব অনুভব করেন।