বেনাপোল সীমান্তে ৩০ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

এস এম মারুফ বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তের বড় আচড়া গ্রামে ৩০ পিচ স্বর্ণের বার সহ ইকবাল ও রনি নামের দু’জন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃত আসামি- মৃত আঃ রাজ্জাকের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৪) ও আজিজুর ধোপার ছেলে ওমর ফারুক রনি (২৮) তারা দু’জনই বেনাপোল পোর্ট থানাধীন বড় আচড়া গ্রামের বাসিন্দা।

শনিবার (৮ জানুয়ারী) ৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা (পিএসসি) জানান, সকাল সাড়ে ৯ টার সময় ব্যাটালিয়নের নিজেস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে সীমান্তের বেনাপোল পোর্ট থানাধীন বড় আচড়া গ্রামের টার্মিনাল পাড়ায় অভিযান চালিয়ে ৩ কেজি ৪শ ৯৪ গ্রাম (৩০ পিচ) স্বর্ণেরবার সহ ইকবাল ও ওমর ফারুক রনি নামের দু’জনকে আটক করা হয়। বিজিবি’র প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা স্বীকার করে তারা নিয়মিত স্বর্ণ পাচার কাজে জড়িত। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ১৬ লক্ষ ৬২ হাজার ৮০০ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণসহ পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।