বেনাপোলে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে গার্মেন্টস ও কসমেটিক সামগ্রীসহ ভারতীয় বিপুল পরিমাণ মালামাল জব্দ

এস এম মারুফ, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে ভারত থেকে আসা বাংলাদেশী ৩ পাসপোর্ট যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় থ্রি-পিচ, ওয়ান পিচ, লেহেঙ্গা ও ১৯৫ কেজি কসমেটিকস সহ বিভিন্ন ধরনের গার্মেন্টস মালামাল জব্দ করেছে বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউস।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) কাস্টমস সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, দুপুর ১ টার সময় ভারত ভ্রমণ শেষে নিজ দেশে ফিরে আসাকালে বেনাপোল ইমিগ্রেশন কার্যক্রম শেষে কাস্টমস কার্যক্রমের জন্য পাসপোর্ট যাত্রীর ল্যাগেজ চেকিং এর জন্য স্ক্যানিং মেশিনে দেওয়ার সময় তাদের কাছ থেকে ভারতীয় থ্রি-পিস ১০০ পিচ, টপ স্কট ১৮ পিচ, লেহেঙ্গা ১১ পিচ, ওয়ান পিচ ৭ টি ও বিভিন্ন ধরনের কসমেটিক ১৯৫ কেজি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পাসপোর্ট যাত্রীর কাছ থেকে নিয়মের অতিরিক্ত জব্দকৃত মালামাল ডিএম করা হয়েছে। তবে পাসপোর্ট যাত্রীরা যদি জব্দকৃত মালামাল নিতে চান তাহলে সরকারি বিধিমালা অনুযায়ী সকল ট্যাক্স পরিশোধ করে নিতে পারবেন।