বৃষ্টি থেমেছে,শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা

স্পোর্টস ডেস্ক : চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হলো প্রায় সোয়া দুই ঘণ্টা। বৃষ্টির শঙ্কা আছে পরেও। কিন্তু বিস্ময়করভাবে ইনিংস ঘোষণা করল না আফগানিস্তান। ৩৭৪ রানের লিড আরও বাড়িয়ে নিতে ব্যাটিংয়ে নেমেছে আফগানদের নবম জুটি। দুপুর ১টায় লাঞ্চ বিরতিতে যাবে দুই দল। চা বিরতি হবে ৩টা ৪০ মিনিটে। আর ৫টা ৪০ মিনিট পর্যন্ত হবে দিনের খেলা।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে সাগরিকার মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হয়। কাভার দিয়ে উইকেট ঢেকে রাখা হয়েছিল। ইতিমধ্যে তা সরিয়ে ফেলা হয়েছে। ড্রেসিংরুমে বন্দি ছিলেন ক্রিকেটাররা। এরই মধ্যে গা গরম করা শুরু করেছেন তারা। নিচ্ছেন মাঠে নামার প্রস্তুতি।
তবে শংকার বিষয় আবহাওয়া অফিস বলছে, রোববার সারাদিন মেঘ-বৃষ্টির খেলা চলার সম্ভাবনা রয়েছে। ফলে কতক্ষণ খেলা হয়, তাই দেখার। আলোক স্বল্পতার কারণে গতদিন কিছুক্ষণ আগে খেলা শেষ হয়। ফলে চতুর্থ দিন ২০ মিনিট আগে তা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে সম্ভব হয়নি।
এখন পর্যন্ত এ টেস্টে চালকের আসনে আফগানিস্তান। কোণঠাসা হয়ে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করেছে আফগানরা। ইতিমধ্যে ৩৭৪ রানের লিড পেয়েছে তারা। নিঃসন্দেহে দুদলের একমাত্র টেস্টের নাটাই তাদের হাতে।
লিড বাড়িয়ে নেয়ার সুযোগও থাকছে সফরকারীদের। আফসার জাজাই ৩৪ রান নিয়ে অপরাজিত আছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে রয়েছেন ইয়ামিন আহমেদজাই। তারা শুরু করবেন নতুন দিনের খেলা
নিজেদের প্রথম ইনিংসে স্বপ্নের মতো ব্যাটিং করে আফগানিস্তান। রহমত শাহর ইতিহাস গড়া সেঞ্চুরিতে তোলে দলীয় সর্বোচ্চ ৩৪২ রান। জবাবে প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।