বিশ্বকাপ ফাইনাল জিতবে কোন দল? ভারত না অস্ট্রেলিয়া?

নিজস্ব প্রতিবেদক : আমেদাবাদের বাইশ গজে আজ ভারত-অস্ট্রেলিয়ার মহারণ৷ বিশ্বকাপ ফাইনালের আগে উত্তজনায় টগবগ করছে গোটা দেশ৷ ফাইনাল ম্যাচের আর ২৪ ঘণ্টাও বাকি নেই। দেশের মাটিতে দ্বিতীয় বার বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ভারত৷ অন্য দিকে অস্ট্রেলিয়ার সামনে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। কিন্তু কার মাথার উঠবে সেরার শিরোপা? কে ছিনিয়ে নেবে ট্রফি? ম্যাচের ২৪ ঘণ্টা আগেই মিলল জবাব৷

ভারত ও অস্ট্রেলিয়া, দু’দেশের ক্রিকেটারদের ভাগ্য পরীক্ষা করে জ্যোতিষীরা বলছেন, পাল্লা ভারী ভারতেরই৷ কারণ, ভারতীয় ক্রিকেটারদের গ্রহ-নক্ষত্রের অবস্থান অনেক বেশি শক্তিশালী। আর ভারতকে সব থেকে বেশি সুবিধা দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর গ্রহ-নক্ষত্রের অবস্থান অনেকটা ২০১১ সালে বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো। ফলে ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিতের হাতে ট্রফি ওঠার সম্ভাবনা অনেকটাই বেশি৷

জ্যোতিষিরা আরও জানাচ্ছেন, বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, মহম্মদ শামি ও যশপ্রীত বুমরার গ্রহগত অবস্থানও বেশ ভালো৷ তাঁদের শুক্র, ইউরেনাস ও নেপচুন ভালো অবস্থানে রয়েছে। তবে ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারেরই মঙ্গল বিশেষ ভালো নয়। তাই ফিটনেসের উপর বিশেষ নজর দিতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো হবে না৷

এদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের গ্রহ-নক্ষত্রের অবস্থানও বেশ স্ট্রং। তবে তা ভারত অধিনায়ক রোহিতের থেকে বেশি নয়৷