মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি নিয়ে হাতীবান্ধায় কমিউনিটি সমাবেশ

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে হাতীবান্ধায় এক কমিউনিটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার উপজেলার জোসনার বাজার নামক স্থানে লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু জাফর, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, কালীগঞ্জের ইউএনও আব্দুল মান্নান, হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রভাষক গজেন্দ্রনাথ রায়, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পুলিশি কমিউনিটির হাতীবান্ধা সভাপতি আলহাজ্ব নূরুজ্জামান, ইসলামী চিন্তাবিদ আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন লালমনিরহাট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার বি সার্কেল তাপস সরকার।