বার্সার ৫০০ গোল

নিজস্ব প্রতিবেদক : চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলো বার্সেলোনা। ন্যু-ক্যাম্পে লিভারপুলের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সা। এতেই পূর্ণ হয় বার্সার ৫০০ গোলের রেকর্ড। এরপর ম্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি। ফলে বর্তমানে কাতালানদের গোল সংখ্যা ৫০২ টি। ৫৫১টি নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড ৩২ ম্যাচে উন্নিত করলো বার্সা।ইউরোপিয়ান প্রতিযোগিতায় পাঁচবারের চেষ্টায় এই প্রথম লিভারপুলের বিপক্ষে জয় পেলো স্প্যানিশ জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের এটি সবচেয়ে বড় ব্যবধানের হার। এর আগে ২০১৪`র অক্টোবরে রিয়াল মাদ্রিদের কাছেও ৩-০ ব্যবধানে হেরেছিল তারা।

এ মৌসুমে এখন পর্যন্ত ফ্রি কিক থেকে আটটি গোল করেছেন মেসি। যা ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের (ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন আর ইতালি) সর্বোচ্চ।