বান্দবানের প্রবীণ সাংবাদিক “চবাথুই মার্মা” মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের শোক

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ বান্দরবানের সিনিয়র সাংবাদিক চবাথুই মার্মা (৫৫) চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১২টা ৫৫ মিনিটেরর সময় বান্দরবান সুয়ালক ইউনিয়নের আমতলীর মার্মা পাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী ও ৪ সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘ দিন যাবত কিডনী জটিলতায় অসুস্থ ছিলেন। সে বান্দরবান জেলার থানচি উপজেলার হেডম্যান পাড়ায় জম্মগ্রহণ করেন। প্রবিন এ সংবাদিক দৈনিক ভোরের কাগজ, দেশ টিভির বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে ছিলেন। পরে বিডি ২৪. ডটকম ও ৭১ টেলিভিশনে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে সাংবাদিক চবাথুই মার্মার মৃত্যুর খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দরা পরিবারের প্রতি সমবেদানা জানিয়ে শোক প্রকাশ করে বিবৃতি দেন যথাক্রমে- প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো, শফি উল্লাহ, সভাপতি, দৈনিক ভোরের কাগজ,দৈনিক পূর্বকোণ ও দৈনিক রূপসীগ্রাম উপজেলা প্রতিনিধি শামীম ইকবাল চৌধুরী, প্রধান উপদেষ্টা ও দৈনিক আজাদী প্রতিনিধি মাঈনুদ্দীন খালেদ, উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও যায়যায়দিনের প্রতিনিধি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও দৈনিক সু-প্রভাত প্রতিনিধি মো,জাহাঙ্গীর আলম কাজল, দৈনিক সাংঙ্গু বান্দরবান জেলা প্রতিনিধি মো,আবুল বাশার নয়ন, অর্থ-সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি মো আমিনুল ইসলাম,, দপ্তর ও প্রচার সম্পাদক ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ, সৈকত প্রতিনিধি মো,জয়নাল আবেদীন টুক্কু, মো, ইফসান খাঁন ইমন,ক্রীড়া সম্পাদক ও দৈনিক মানব ক, দৈনিকসচিত্র মৈ,বাঁকখালী প্রতিনিধি আব্দুর রশিদ, তথ্য ও গবেষণা সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি মো, হাফিজুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক ও দৈনিক ৭১ প্রতিনিধি মো, শাহীন,কার্যকরী নির্বাহী সদস্য ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো, মুফিজুর রহমান, নির্বাহী সদস্য সানজিদা আক্তার রুনা, সদস্য ,মো,ইউনুছ,মাহামুদুল হক বাহাদুর, মো,তৈয়ব উল্লাহ, এম আবুশাহম প্রমুখ।