বাগেরহাটের মোরেলগঞ্জে একটি দাখিল মাদরাসার সুপার ও করনিকের অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

খান আশিকুজ্জামান, মোংলা বাগেরহাট :

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে খনিরখন্ড সিদ্দিকিয়া দাখিল মাদরাসা চত্ত্বরে এ কর্মসূচি পালন করেন স্থানীয় সাধারণ জনগণ ও অভিভবকেরা।

এ সময় মাদরাসার সুপার আব্দুল হামিদ ও করনিক শাহআলম উপস্থিত ছিলেন না। মাদরাসার অনেক শিক্ষার্থী, শিক্ষক ও ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশাও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তৃতা করেন, মো. জাহিদুল হাওলাদার, দেলোয়ার খান, লুৎফর রহমান হাওলাদার, কবির খান, মো. আলী আকবর ও ইমরান খান।

মানববন্ধনে বক্তারা মাদরাসটির বিভিন্ন পদে শিক্ষক, কর্মচারি নিয়োগে অর্থ বানিজ্য ও অভ্যন্তরীণ দুর্নীতির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে সুপার আব্দুল হামিদ বলেন, ইউনিয়ন চেয়ারম্যানের পছন্দের প্রার্থী নিয়োগ না পাওয়ায় কিছু লোক মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করেছে।

মাদরাসাটির সভাপতি লিপিকা বেগম বলেন, সুপার ও করণিক শিক্ষক, কর্মচারি নিয়োগে অনেক টাকা নিয়ে আত্মসাৎ করেছে। এ ছাড়াও অভ্যন্তরীণ নানা অনিয়মের কারণে এখানে ছাত্রছাত্রী সংখ্যা কমে গেছে। প্রতিষ্ঠানটি ধ্বংসের পথে।