বাগমারায় শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন আ’লীগ নেতা আবুল কালাম আজাদ

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি

শেরে বাংলা এ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক সেনা সার্জেন্ট আবুল কালাম আজাদ। করোনা মহামারিতে জনসচেতনতায় ও সমাজসেবায় স্বীকৃতি স্বরুপ আবুল কালাম আজাদকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ২৯ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৩ টায় ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আলোকিত মানুষর জন্য ফাউন্ডেশন এর উদ্যোগে “উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলা’র ভূমিকা র্শীষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিচারপতি এম. ফারুক, চেয়ারম্যান শ্রম আপিল ট্রাইবুনাল। এ সময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রভেষর ড. কামাল উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত পীরজাদা শহীদুল হারুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ডেপুটি ডিরেক্টর ও এডিশন্যাল এসপি কবি নূরুল ইসলাম বিপিএম প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান। এক প্রতিক্রিয়ায় আবুল কালাম আজাদ বলেন, করোনা মহামারিতে জনসচতেনতায় ও সমাজসেবায় কাজ করে যাওয়ার জন্য আমাকে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ এ ভূষিত করা হয়েছে। সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র পাওয়ায় আমি অভিনন্দন জানাচ্ছি বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে। তাঁর আন্তরিক সহযোগিতায় করোনা মহামারিতে জনগণের পাশে থেকে কাজ করে যাওয়ার সুযোগ হয়েছে।