বাঁশখালীতে স্বপ্নকূঁড়ি’র মেধা বৃত্তি ও শিক্ষাসামগ্রী বিতরন

এনামুল হক রাশেদী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৯ নং গন্ডামারা ইউনিয়নের শিক্ষাবান্ধব ও সামাজ উন্নয়নমূলক সংগঠন ‘স্বপ্নকুঁড়ি’ এর উদ্যোগে “স্বপ্নকুঁড়ি মেধাবৃত্তি প্রকল্পের” – বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের বৃত্তিপ্রদান, শিক্ষাসামগ্রী বিতরণ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৯ জানুয়ারী’২২ ইং শনিবার সকাল ১০ টার সময় উপজেলার পুর্ব বড়ঘোনা দারুল হিকমা ইসলামিয়া দাখিল মাদরাসা চত্বরে স্বপ্নকূঁড়ি’র সেক্রেটারী রাশেদুল ইসলাম ফয়সালের চেয়ারম্যান ইমরান হোসেন ইমুর সঞ্চালনায় সংগঠনের প্রধান উপদেষ্টা গন্ডামারা ইউপি’র সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আরিফ উল্লাহ’র সভাপতিত্বে, অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাড়াজাগানো সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিধ্বনি’ সাহিত্য সংসদের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নকুঁড়ির সাবেক চেয়ারম্যান ইমরানুল কবির। উদ্বোধনী বক্তব্য রাখেন স্বপ্নকূঁড়ির সভাপতি ইমরান হোসেন ইমু। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ছাত্রনেতা মোঃ দিদারুল ইসলাম, ইশয়াতুল উলুম(দারুল হিকমা) ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা নেজাম উদ্দিন, বিশিষ্ট্য ব্যাংকার হোসাইন মিরাজ প্রমুখ।

কোভিড সংকটকালীন স্বাস্থ্যবিধি মেনে সুন্দর আয়োজনের উক্ত বৃত্তিপ্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে ২ হাজার করে নগদ টাকা, সনদপত্র, স্কুল ব্যাগ, ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। ১৮ জন সাধারণ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীকে ৫ শত করে নগদ টাকা, সনদপত্র, স্কুল ব্যাগ, ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়াও স্থানীয় শিক্ষা প্রতিষ্টানগুলোতে শিক্ষা কর্যক্রমে উৎসাহ ও গতি সৃষ্টির লক্ষ্যে স্বপ্নকুঁড়ি মেধা বৃত্তিতে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিষ্টান থেকে অন্তত একজন করে ‘প্রতিষ্টান ভিত্তিক মেধাতালিকায়’ বৃত্তি প্রদান করা হয়েছে।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় নির্বাচিত শিক্ষার্থী প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
উল্লেখ্যঃ এলাকার বিভিন্ন পর্যায়ের মেধাবী ছাত্রদের ঐক্যবদ্ধ প্লাটফরম ‘স্বপ্নকূড়ি’ বিগত বেশ ক’বছর থেকে এলাকায় শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতা ও প্রতিযোগীতামুলক মানষিকতা সৃষ্ঠিতে নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষক ও ছাত্র ছাত্রিদের প্রানপ্রিয় সংগঠন হিসাবে ভালবাসা ও গ্রহনযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে। প্রতিবছর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ছাত্র ছাত্রিদের সম্বর্ধনা প্রদান, মেধা বৃত্তি প্রতিযোগীতার মাধ্যমে মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান, গরীব অসহায় ছাত্র ছাত্রীদের আর্থিক ও শিক্ষা সামগ্রী সহযোগিতা এবং সৃজনশীল মেধা চর্চ্চায় নিয়মিত সুভ্যেনীর প্রকাশ করে এক যুগান্তকারী দৃষ্ঠান্ত স্থাপন করেছে।