বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত ১৭ নভেম্বর

আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এবারের আসরটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা হচ্ছে। বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষভাবে এই আসর আয়োজন করা হচ্ছে। রোববার (১৭ নভেম্বর) আসরটির প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লেয়ার ড্রাফটের একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে সাতটি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করা হয়। এছাড়া প্রকাশ করা হয় ১৮১জন দেশি ক্রিকেটার ও ৪৩৯জন বিদেশি ক্রিকেটারের নাম।
এবারের দলগুলো হলো যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার্স, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এদিকে দেশি ক্রিকেটারদের ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো এ প্লাস, এ, বি, সি, ডি ও ই। তবে বিদেশিদের জন্য এ প্লাস, এ, বি, সি, ডি ক্যাটাগরি রয়েছে।