ফেসবুক সদরদপ্তরে সারিন গ্যাস আতঙ্ক


যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের সিলিকন ভ্যালির সদরদপ্তরে একটি রহস্যজনক প্যাকেট আসে। পরীক্ষা করার সময় তাতে বিষাক্ত গ্যাস সারিনের উপস্থিতি টের পান কর্মীরা।

আরো নিশ্চিত হতে পরীক্ষা চলছে। তবে দুর্ঘটনা এড়াতে দ্রুত ফেসবুকের পুরো অফিস খালি করে দেওয়া হয়। ফেসবুকের এক কর্মকর্তা জানান, যারা ওই গ্যাসের সংস্পর্শে এসেছিলেন তাদের মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গেছে, এই গ্যাস তাদের শরীরে প্রবেশ করেনি।

ফেসবুকের মুখপাত্র অ্যান্টনি হ্যারিসন বলেন, এটা সারিন কি না তা এখনো নিশ্চিত হতে পারেননি কর্তৃপক্ষ। যে চারটি ভবন ফাঁকা করা হয়েছিল পরীক্ষা-নিরীক্ষার পর এর তিনটিতে ফের কর্মীদের প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়েছে। কিভাবে এই প্যাকেট এসে পৌঁছাল তারও তদন্ত চলছে।

সারিন অত্যন্ত বিষাক্ত গ্যাস যা সরাসরি নার্ভের উপরে কাজ করে। এই গ্যাস খুব সামান্য মাত্রায় শরীরে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। -নিউ ইয়র্ক পোস্ট।