ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরাইলে যুক্ত করার পরিকল্পনা: আরব লীগের নিন্দা

ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার জন্য তেল আবিব যে পরিকল্পনা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ।এক ভার্চুয়াল বৈঠকে আরব লীগ জানায়, ইসরাইলের এ ধরনের পদক্ষেপকে আরব লীগ ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে যুদ্ধাপরাধ বলে বিবেচনা করে। গতকাল (বৃহস্পতিবার) এক ভার্চুয়াল বৈঠকে ২২ জাতির এ সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা এ বক্তব্য দেন।

পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ১৯৬৭ সালে দখল করা জর্দান উপত্যকাসহ ফিলিস্তিনের যেকোনো অংশকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করে নেয়ার পদক্ষেপকে ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে নতুন যুদ্ধাপরাধ বলে বিবেচনা করা হবে। ইহুদিবাদী ইসরাইলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করতে এবং আন্তর্জাতিক প্রস্তাবনা মেনে চলতে আমেরিকার প্রতিও আহ্বান জানান আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা।

একইসাথে তারা স্পষ্ট করে জানায়, যদি পশ্চিম তীরকে ইসরাইলি সঙ্গে সংযুক্ত করে নেয়া হয় তাহলে একটি স্বাধীন সার্বভৌম এবং ভৌগোলিকভাবে যুক্ত ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা নস্যাৎ হয়ে যাবে। এই পরিকল্পনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাও তিরোহিত হবে। -পার্স টুডে