প্রধানমন্ত্রীকে কটুক্তি; মাহফুজা আক্তার কিরণ কারাগারে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গ্রেপ্তার করে তাকে নিম্ন আদালতে হাজির করা হয়। এসময় জামিনের আবেদন করেন তিনি। কিন্তু আবেদন নামঞ্জুর করে মাহফুজা আক্তার কিরণকে কারাগারে পাঠানের নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ছবি: সংগৃহীত

এর আগে বেসরকারি একটি টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসত্য এবং কটূক্তির অভিযোগে মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মুখ্য মহানগর হাকিমের আদালত।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসত্য বক্তব্য দেওয়ার অভিযোগে স্বপ্রণোদিত হয়ে মাহফুজা আক্তার কিরণকে প্রধান আসামী করে মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলা করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য আবু হাসান চৌধুরী প্রিন্স। শুনানি শেষে ১৯ নম্বর আদালতে বিচারক শারাফুজ্জামান আনসারী মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।