পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

মোঃ রকিবুল হাসান, টেকনাফ (কক্সবাজার)ঃ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউপির শালবন রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। টকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির তার সদস্যদের নিয়ে অবস্থান করছে। পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত এসপি রেদুয়ান এমন সংবাদ পেয়ে, তার নেতৃত্বে মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশ সদস্যদের উপস্থিতি পেয়ে ডাকতরা পুলিশ কেন্দ্র করে গুলি করতে থাকে। তাৎক্ষনিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য ও আত্মরক্ষার্থে পুলিশ ও পাল্টা গুলি চালায়। পরে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আহত এক ডাকাতকে উদ্ধার করে পুলিশ। আহত ডাকাতের নাম মাহমুদুল হাসান টেকনাফ নয়াপাড়ার শরণার্থী মুচনি ক্যাম্পের এইচ ব্লকের বাকার আহমেদের ছেলে। মাহমুদুল হাসানকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছেন। তারা হলেন কনস্টেবল মিঠুন জয়, শাহীন ও হাবিব। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকারিয়া মাহামুদ বলেন, রাতে আহত তিন পুলিশসহ গুলিবিদ্ধ একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওসি প্রদীপ কুমার দাস বলেন, ঘটনাস্থল থেকে বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাহমুদুলের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা রয়েছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মোঃ রকিবুল হাসান, টেকনাফ (কক্সবাজার)। ১৪ নভেম্বর ২০১৯
মোবাইলঃ ০১৮৮৫৫৫৬২৪০