পাপনের সঙ্গে জরুরি বৈঠক, কী বলছেন তামিম

নিজস্ব প্রতিবেদক : তামিম ইকবালকে গত ২৩ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের হয়ে দেখা যায়নি। এ ছাড়া বাংলাদেশের বিশ্বকাপ দলে না থাকার পর থেকেই ক্রিকেট থেকে অনেকটা দূরে আছেন টাইগার এ ওপেনার। আসন্ন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন।

জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করতে সোমবার নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তামিম ইকবাল।

আজ সোমবার দুপুর ১২টা নাগাদ বিসিবি সভাপতির বাসভবনে যান তামিম। সেখানেই শুরু হয় পাপনের সঙ্গে তামিমের বৈঠক।

শোনা যাচ্ছে, এই বৈঠকেই নিজের চাওয়া-পাওয়ার কথা জানাবেন টাইগার ওপেনার। এর পর জানা যাবে জাতীয় দলের হয়ে তামিমের পরবর্তী আপডেট।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট থেকে সরে দাঁড়ান তামিম। জানা যায়, বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না তিনি! এমনকি সেই সিরিজের দলে থাকা ক্রিকেটারদের নামও চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, কবে মাঠে ফিরছেন তামিম। নাকি আদৌ ফিরবেন না জাতীয় দলের হয়ে!

সব প্রশ্নের উত্তর খুঁজতেই সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বসেছেন তামিম।

এর আগে বিসিবির সঙ্গে সভা হওয়ার কথা ছিল গত ২২ নভেম্বর। সেটি এতদিন পেরিয়ে গেলেও হয়নি। এদিকে ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের বিপিএল দিয়েই ২২ গজে আবারও প্রত্যাবর্তন করবেন তামিম।