নেইমার-এমবাম্পে বিহিন ডি মারিয়া নৈপুণ্যে সেমিতে পিএসজি

এই আমার দেশ ডেস্ক : নেই নেইমার-এডিনসন কাভানি। একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপ্পেও। তাতে কী? অ্যাঞ্জেল ডি মারিয়া তো আছেন! মহারথীদের অনুপস্থিতিতে লাইমলাইটে তিনি। একক নৈপুণ্যে পিএসজিকে তুললেন ফরাসি কাপের সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে দিজোঁকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছেন দ্য পারিসিয়ানরা।

জোড়া গোল করে দুর্দান্ত জয় এনে দিয়েছেন ডি মারিয়া। অপর গোলেও ছিল আলতো ছোঁয়া। মঙ্গলবার পার্ক দেস প্রিন্সেসে অষ্টম মিনিটেই দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। জুলিয়ান ড্রাক্সলারের দারুণ থ্রু ধরে ডি-বক্সের বাইরে থেকে চিপ শটে গোলরক্ষককে বোকা বানান তিনি।

এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে পিএসজি। তাতে বাড়তি জ্বালানি জোগান ডি মারিয়া-ড্রাক্সলার। ২৮ মিনিটে আবারও তাদের জোট। এবার ড্রাক্সলারের পাস ধরে ডানদিকে সতীর্থ এরিক মাক্সিম চুপো-মোটিংকে বল বাড়ান ডি মারিয়া। প্রতিরোধ করতে গিয়ে মিস করেন প্রতিপক্ষের রক্ষণসেনা। সুযোগের সদ্ব্যবহার করেন আলবিসেলেস্তে তারকা। বল পেয়ে মুহূর্তেই জালে জড়ান তিনি।

পরেও ঘুরে দাঁড়াতে পারেনি দিজোঁ। বরং আরেকটি গোল হজম করে বসে। ৭৬ মিনিটে মোটিংয়ের কাটব্যাক ধরে বিদ্যুৎ গতির শটে জাল কাঁপান মুনিয়ে। তাতেও ছিল ডি মারিয়ার আলতো টোকা। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়েন থমাস টুখেলের শিষ্যরা।