নান্দাইলে ২০ শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ডে ভালো চিকিৎসার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের

এমদাদুল হক, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় করোনা রোগীর ২০ শয্যা বিশিষ্ট করোনা ওয়াড’ স্থাপন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে রয়েছে অনেক সুযোগ সুবিধা সার্বক্ষণিক বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

করোনায় আতঙ্কিত না হয়ে, নান্দাইল হাসপাতালে আসুন, আপনার উত্তম সেবা প্রদানের আশ্বাস দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, ২০ শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ডে জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে।

রয়েছে অক্সিজেন কনসেনট্রেটর, যার মাধ্যমে অক্সিজেন সেচুরেশন ৮২ এ নেমে এলেও চিকিৎসা প্রদান সম্ভব।
ওয়ার্ডটি অত্যন্ত পরিষ্কার, যা প্রতিদিনই জীবানুমুক্তকরণ করা হয়।

পুরুষ ও মহিলাদের জন্য পৃথক দুটি কক্ষের ব্যবস্থা রয়েছে। সার্বক্ষণিক চিকিৎসক, সেবিকা ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকেন।

সব ধরনের ঔষধ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা রয়েছে।
জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠাতে সরকারি এ্যাম্বুলেন্স রয়েছে।

কৃতজ্ঞতা স্বীকার নান্দাইলের গণমানুষের নেতা মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন এবং ডাঃ মোঃ মাহমুদুর রশিদ।