নাইক্ষ্যংছড়িতে ২ লাখ ৯৪ হাজার টাকার ইয়াবাসহ আটক ২

জয়নাল আবেদীন টুক্কু, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ৯ শত ৮০ পিচ ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে। তারা হলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী গ্রামের মোঃ ইউনুছ (২৩) পিতা গোলাল আহাম্মদ ও কচ্ছপিয়া ইউনিয়নের ডাক্তার কাটা গ্রামের ফরিদ আহাম্মদের ছেলে আলমগীর হোসেন (২০)। বুধবার (১৯ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ টিম অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসনের নির্দেশে উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়ার কালা অং মার্মার বাড়ির পিছনের রাস্তা থেকে এসআই ফিরুজ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এসব ইয়াবাসহ তাদের আটক করতে সক্ষম হন। পুলিশ জানান এসময় তাদের সাথে থাকা আরো দুই ইয়াবা কারবারী পালিয়ে যায়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ২লাখ ৯৪ হাজার টাকা। এলাকার সচেতন মহল পুলিশের ধারাবাহিক এ অভিযানকে সাধুবাদ জানান। পুলিশ জানান আটক দুই ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান আটক ইয়াবা ট্যাবলেট গুলো সীমান্তের চোরাই পথ দিয়ে আসছিলো। খবর পেয়ে পুলিশ ইয়াবাসহ তাদের হাতে নাতে ধৃত করেন। এছাড়াও তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্যসহ যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী ও সন্ত্রাসী কার্যক্রম রোধে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত আছে থাকবে।