নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর শীতবস্ত্র পেয়ে মহা খুশি পাহাড়ি-বাঙ্গালিরা

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, বান্দরবান

বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে দুস্থ শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ করেছে। বুধবার (৫ জানুয়ারী) বিকাল ৫ টায় উপজেলার চাকঢালা এম ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৫ শতাধিক গরীব অসহায় দুস্থ শীতার্তদের মাঝে এ শীবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

১০ পদাতিক ডিভিশনের আয়োজনে এবং ২ পদাতিক ব্রিগেড এর পরিচালনায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-৩০ বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লে:কর্ণেল আবদুল্লাহ আল হাসান,ক্যাপ্টেন তৌহিদ,ক্যাপ্টেন আবির ও লে:আশরাফ।

এ সময় ৩০ বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লে:কর্ণেল আবদুল্লাহ আল হাসান বলেন,বর্মজনে তীব্র শীত শুরু হয়েছে। বিশেষ করে পাহাড়ে এর তীব্রতা বেশী। তাই সীমান্তর পাহাড়ী জনপদের তীতার্তদের পাশে দাড়ান সেনাবাহিনী।

এদিকে পাহাড়ি-বাঙ্গালিরা শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে প্রতিক্রিয়ায় ম্যাচি চাক বলেন,,শীতে কাপঁছিল তার পরিবার।

এরই মাঝে সেনাবাহিনী তাদের পাশে দাড়ালেন। এতে পাহাড়ি-বাঙ্গালিরা মহা খুশি।