নাইক্ষ্যংছড়িতে ৩ দিনে ১৩ জনকরোনা শনাক্ত বাড়ি লকডাউন

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার  আরো ৫  জন করোনা আক্রান্তসহ গেল ৩ দিনে মোট  ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।সোমবার (২২ জুন) রাতে  বিষয়ে  নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাক্তার আবু জাফর মোঃ ছলিম সাংবাদিকদের বলেন হাসপাতালের আউটডোরে রোগী চিকিৎসা নিতে আসা তিন দিনে মোট ১৩ জনে করোনা পরীক্ষা  পজেটিভ শনাক্ত করা হয়। আজ সোমবার ৫ জন করোনা আক্রান্তরা হলেন হলেন- লাল বম (৪৫),টিপু বড়ুয়া( ৩৬), উলামিয়া( ৭৬), সুইচিং মার্মা( ২৮) ও আবুল কালাম (২৯)। তিনি আরো জানান,এই পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয় মোট ৩৮২ জন। এতে  করোনা পজেটিভ রিপোর্ট আসে ২৫ জনের।তবে এর মধ্যে গত ২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত এ তিন দিনে ১৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হওয়ার কথা জানান স্বাস্থ্য বিভাগ। এই ছাড়াও  হাসপাতালের আইসোলেশনে থাকা ২৫ জন করোনা রোগীর মধ্যে ১০ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছন।নাইক্ষ্যংছড়ি  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি জানান, গত তিন দিনে করোনা শনাক্ত হয় ১৩ জন ওতাদের সংস্পর্শ থাকা পরিবারের সদস্যসহ নমুনা সংগ্রহ এবং ঘর-বাড়ি লকডাউনের ব্যবস্থা করা হয়েছে।