তিস্তা নদীর মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে জলঢাকায় মানববন্ধন

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃতিস্তা নদীর মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবীতে জেগে উঠেছে তিস্তাপারের হাজারো মানুষ। নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের নদী তীরবর্তী তালুক শৌলমারী বাধঁ এলাকায় মানববন্ধনে নেমেছে হাজারো মানুষের ঢল।স্থানীয়দের সাথে মানববন্ধনে অংশ গ্রহণ করেন জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও ভাইস চেয়ারম্যান গোলাম অাজম এলিচ। বাহাদুর তার বক্তব্যে বলেন,“আমরা তিস্তা নদীর সুরক্ষা চাই। তিস্তার জীববৈচিত্র রক্ষা হউক এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন তিস্তা নদী তীরবর্তী কৃষি ব্যবস্থাপনা,সমবায়ী কৃষি ও কৃষকদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করতে হবে।তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার ভিত্তিতে পেতে হবে।সেই জন্য তিস্তা চুক্তির কোন বিকল্প নাই। তিস্তাকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহিত মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবী জানান তিনি। তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে সকাল ১১টা থেকে শুরু হওয়া এক ঘন্টার মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। আজ রোববার বাংলাদেশের জিরো পয়েন্ট থেকে গাইবান্ধর সুন্দরগঞ্জের হরিপুর ঘাট পর্যন্ত তিস্তা নদীর দুই পাড়ে ২৩০ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধনের অংশ হিসেবে নীলফামারীর জলঢাকা তালুক শৌলমারী এলাকা সহ বিভিন্ন এলাকায় মানুষজন স্বত:স্ফুর্তভাবে মানববন্ধনে অংশ নেয়। এ মানববন্ধন থেকে তিস্তা নদীর সুরক্ষা নিশ্চিত, বন্যা ও ভাঙ্গন রোধে সরকারের নেয়া মহাপরিকল্পনা দ্রত বাস্তবায়নের দাবী জানান ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।