ঢাবির ৬৫ সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক : প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬৫ জন সাবেক শিক্ষার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে খুশি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা যায়, ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ঢাবির সাবেক ৬৫ জন শিক্ষার্থী রয়েছেন। এরমাঝে ৮ জনই রয়েছেন অর্থনীতি বিভাগের। এছাড়া আইন বিভাগ থেকে সর্বোচ্চ ৯ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬ জন, মার্কেটিং বিভাগের ৫ জন, ইংরেজি বিভাগের ৪ জন সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

অর্থনীতি বিভাগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন-

চট্টগ্রাম- ৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা- ৩ আসনে নসরুল হামিদ বিপু, চাঁদপুর- ৫ আসনে মেজর রফিকুল ইসলাম বীর উত্তম, কক্সবাজার-১ আসনে সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, বরিশাল ২ আসনে রাশেদ খান মেনন, দিনাজপুর- ৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী, সুনামগঞ্জ- ৩ আসনে মুহাম্মদ আব্দুল মান্নান, সিলেট- ১ আসনে আব্দুল কালাম আব্দুল মোমেন।

নির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের অভিবাদন জানান।