ট্রাক ও ট্রাক্টরের ধাক্কা, প্রাণ হারালেন তিনজন

জামালপুরের মেলান্দহ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় জামালপুর-মেলান্দহ সড়কের চরপলিশায় ট্রাকের ধাক্কায় এবং এর আগে বিকেলে মেলান্দহ পৌরসভার ব্র্যাক অফিসের সামনে ট্রাক্টরের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের চরপলিশা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী স্বপন (২০) ও আনোয়ার হোসেন আনন্দ (২১) গুরুতর আহত হন। তাদের বাড়ি জামালপুর শহরের চন্দ্রা এলাকায়। তারা পেশায় মোটরগাড়ির মিস্ত্রি। মোটরসাইকেলে জামালপুর থেকে ইসলামপুরে যাচ্ছিলেন তারা।

দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাদের মধ্যে স্বপন চন্দ্রা গ্রামের ফজলু মিয়ার ছেলে এবং আনোয়ার হোসেন একই গ্রামের রসুল মিয়ার ছেলে।

এর আগে শুক্রবার বিকেলে মেলান্দহ পৌরসভার ব্র্যাক অফিসের সামনে পণ্যবাহী একটি ট্রাক্টর যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকের চালক আনু (৪৮) ও তিনজন যাত্রী গুরুতর আহত হন। মেলান্দহ হাসপাতাল থেকে তাদেরকে জামালপুরে রেফার্ড করা হলে জামালপুরে আসার পথে ইজিবাইক চালক আনু মারা যান। আনু মেলান্দহের দাগী গ্রামের ফাইম উদ্দিনের ছেলে। গুরুতর আহত ইজিবাইকের তিন যাত্রী স্বপ্না বেগম (৪০) ও তার মেয়ে সাথী (১৫) এবং রাফিকে (১৫) জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, মেলান্দহে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যাওয়ার কথা শুনেছি। তাদের পরিবারের কেউ থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।